ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার ও সরকারি টাকা লুটপাট হবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে মারামারি হানাহানি কাটাকাটি জুলুম অত্যাচার অবিচার কিছু থাকবে না। ৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, আমরা ৫-১০ বছরের মধ্য তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এদেশের একটা টাকাও বিদেশ পাচার হবে না। সরকারি কোন টাকা লুটপাট হবে না। আশা করি ১০০ পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে। রোববার (১৯ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এ আয়োজন করা হয়। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে আওয়ামী লীগের নেতারা...