ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সঙ্গে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা। তো চলুন ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই-ব্রণ দূর করতে ফিটকিরি গুঁড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ত্বকের ছিলা ভাব দূর করতে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন। ত্বক মসৃণ করতে গোসলের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন। দাড়ি কামানোর পর জীবাণুনাশক হিসেবে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন। পায়ের ফাটা গোড়ালি সারাতে ফিটকিরির পানিতে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন। ত্বকের জ্বালা-পোড়া কমাতে আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।ক্ষত ও সংক্রমণ প্রতিরোধেছোট কাটা-ছেঁড়া দ্রুত সারাতে ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান। অতিরিক্ত ঘাম কমাতে বগলে ফিটকিরি পানি লাগান। ইনফেকশন প্রতিরোধ করতে ক্ষতস্থানে ফিটকিরি গুঁড়া ছিটিয়ে দিন। ফোঁড়া শুকাতে গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা...