আজ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হস্তান্তরের পর এখন পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে মোট ১৫০টি মরদেহ গ্রহণ করা হলো। তবে এই মরদেহগুলোর অবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, "কিছু মরদেহে নির্যাতন, মারধর, হাতকড়া এবং চোখ বাঁধার চিহ্ন দেখা গেছে।" মন্ত্রণালয় আরও ইঙ্গিত দিয়েছে যে মরদেহে থাকা চিহ্ন এবং কিছু মরদেহে তখনও পরা থাকা হাতকড়া ও চোখের বাঁধন দেখে এটি স্পষ্ট যে, মৃত্যুর আগে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছিল, এমনকি তাদের মৃত্যুদণ্ডও (execution) দেওয়া...