কোনও রাজনৈতিক দলের ব্যাপারে অন্য কোনও দলের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার জামায়াত ইসলামী নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের জবাবে এ কথা জানান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদ বলেন, “যে কোনও দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল”। তিনি বলেন, “রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে। আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে। সেটাই প্রত্যাশা ছিল আমাদের”। এই জামায়াত নেতা মনে করেন, কোন দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে যে...