জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ জোবায়েদ হোসেন টিউশন করাতে এসে রহস্যজনকবাবে মারা গেছেন। মৃত্যুর ৬ ঘণ্টা পেরিয়ে গেলোও এখনো জবি শিক্ষার্থীর লাশ পড়ে আছে এখনো সিঁড়িতে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জহির ইসালম বলেন, আমার ভাইকে হত্যা করার ৬ ঘণ্টা পার হয়ে গেলেও আমার ভাইয়ের মৃতদহ সিঁড়িতে পড়ে আছে যা অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে, এতোক্ষণ পার হয়ে যাওয়ার পরেও অগ্রগতি দেখা যায়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করার আগ পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে যাবো না। আমার ভাইয়ের লাশ ৬ ঘণ্টা সিঁড়িতে পড়ে...