নাজমুল হোসেন শান্তর অধীনে বাংলাদেশের ওয়ানডে দলে সাফল্য ধরা না দেওয়ায় চলতি বছর নেতৃত্ব দেওয়া হয়েছিল মেহেদি হাসান মিরাজকে। তবে তার অধীনেও সুবিধা করতে পারেছে না টাইগাররা। মিরাজের নেতৃত্বে একের পর এক ব্যর্থতার পর তার অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শান্তর অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। ওই সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পেয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দায়িত্ব শুরু হয় মিরাজের। সেই সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। তখন থেকেই সমালোচনা শুরু হয় মিরাজের অধিনায়জত্বের বিষয়টি নিয়ে। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে আরো বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এনেকটা একপেশে লড়াইয়ে আফগানদের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। এই ধবলধোলাইয়ের পর আরও বেশি সমালোচনার মুখোমুখি হয়েছেন মিরাজ, বিভিন্ন পয়েন্টে তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে...