জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করা বিএনপি ও জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল। তবে এখনও করেনি সই জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরও ৫টি দল। অন্য চারটি দলের মধ্যে রয়েছে—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। সনদে সই না করা দলগুলোর যুক্তি কী? আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সুযোগ থাকা সময়ের মধ্যে তারা সই করবে কি? বিশেষ করে সই হয়ে যাওয়ার পর এখন কী করবেন এসব দলের শীর্ষ নেতারা। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা কথা ঘুরপাক হচ্ছে। তবে সোমবার (২০ অক্টোবর) সই না করা চারটি বাম দলের প্রতিনিধিদের আবারও সংসদ ভবনের এলডি হলে ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা। তিনি...