ভারত ও শ্রীলঙ্কায় চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেখানে অম্ল-মধুর সময় কাটাচ্ছে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর পর হেরেছে বাকি ম্যাচগুলোতে। টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বকাপের সহযোগী আয়োজক শ্রীলঙ্কা। সোমবার (২০ অক্টোবর) ভারতের ডি. ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও সনি -১ এ। দুই দলেরই ষষ্ঠ ম্যাচ এটি। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারায় অব্যাহত রাখতে পারেনি জ্যোতি বাহিনী। পরের চার ম্যাচেই হেরেছে তারা। যদিও ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাচ ফেলে দেওয়ার মহড়া দাঁড় না করালে পরিস্থিতি...