
রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়। বাকি দুই জনের পরিবারের সদস্যরা না আসায় তাদের মরদেহ পরবর্তীতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঢামেক পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মরদেহ হস্তান্তর কার্যক্রম তদারকি করেন রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান। সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারের হাতে দাফন, কাফন ও যাতায়াত খরচ বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন। এর আগে, ডিএনএ...