বাংলাদেশ দলে একটা লেগ স্পিনারের অভাব ছিল অনেক আগে থেকেই। অতীতে যেসব লেগ স্পিনাররা জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, তারা বেশিদিন দলে থিতু হতে পারেননি। তবে এই লেগ স্পিনারের ঘাটতি পূরণ করে বাংলাদেশ দলে আশার আলো হয়ে এসেছেন রিশাদ হোসেন। দুই বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন এই লেগি। বর্তমানে বাংলাদেশের স্পিন বিভাগে অন্যতম ভরসার নাম রিশাদ। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই লেগি। ইতোমধ্যে বাংলাদেশকে বেশকিছু ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন রিশাদ। তাই দিনে দিনে জাতীয় দলে তার চাহিদা আরো বাড়ছে। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতেই বল হাতে তাক লাগিয়ে দিয়েছেন রিশাদ। একাই উন্ডিজ ব্যাটারদের ৬ উইকেট নিয়ে স্বল্প পুঁজির ম্যাচেও বাংলাদেশকে বড় জয় এনে দিতে ভূমিকা রাখেন এই লেগি। রেকর্ডগড়া এই বোলিংয়ের পর...