চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের শুরিটা ছিল দুর্দান্ত। নিজদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেন টাইগ্রেসরা। এরপরেই ছন্দপতন হয় জ্যোতিদের। পরের ৪ ম্যাচে টানা হেরেছে দলটি। এর মধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও হেরেচছে তারা। তাতে বিশ্বকাপের সেমির দৌড় থেকে অনেকটাই ছিকটে গেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের সেমির জন্য ইতোমধ্যে টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আরও দুটি দল সেমিফাইনালে যাবে। এই দুটি জায়গা পূরণের জন্য এখনও লড়াই করে যাচ্ছে ৬ দল। ৬ দলের মধ্যে সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। ৪ ম্যাচে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে...