রবিবার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। নতুন এ ভাতা নভেম্বর মাস থেকেই কার্যকর হবে। তবে সরকারের এই প্রজ্ঞাপন শিক্ষক নেতারা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে শিক্ষকরা মাসিক ১ হাজার টাকা করে বাড়িভাড়া ভাতা পেতেন। গত ৩০ সেপ্টেম্বরের এক আদেশে সেটি বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়। সর্বশেষ প্রজ্ঞাপনে ৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে, যদিও অধিকাংশ শিক্ষকই তাতে ২ হাজার টাকার বেশি পাচ্ছেন না। অধ্যক্ষ (গ্রেড ৪): বেতন ৫০,০০০ টাকা, বাড়িভাড়া (৫%) ২,৫০০ টাকা।উপাধ্যক্ষ (গ্রেড ৫): বেতন ৪৩,০০০ টাকা, বাড়িভাড়া (৫%) ২,১৫০ টাকা।সহকারী অধ্যাপক (গ্রেড ৬): বেতন ৩৫,৫০০ টাকা, বাড়িভাড়া ১,৭৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা প্রযোজ্য)।সহকারী অধ্যাপক (গ্রেড...