বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার রাজনীতিতে। তবে গেল শুক্রবারে পাকিস্তানের হামলায় সীমান্তবর্তী অঞ্চলে তিন স্থানীয় আফগান ক্রিকেটার নিহতের ঘটনার পর ক্রিকেটাঙ্গনেও দেখা দিয়েছে সেই উত্তেজনার রেশ। রশিদ-নবীরা পাকিস্তানের আচরণকে ‘বর্বর’ ও ‘অমানবিক’ আখ্যা দিয়েছিল। এবার পাকিস্তানি সাবেক তারকা ক্রিকেটার মুখ খুললেন সীমান্ত উত্তেজনার প্রসঙ্গে। তার মতে দুঃখের সময়ে প্রতিবেশী পাকিস্তানের কাছ থেকে পাওয়া উপকার এখন ভুলে গেছে আফগানিস্তান। তাদের ‘ভাইপ্রতিম ইসলামী দেশ’ আখ্যা দিয়েছেন আফ্রিদি। কিন্তু তিনি মনে করেন আগে সীমান্তে হামলার ঘটনার প্রেক্ষিতেই কেবল প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবেই দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি।’...