দীর্ঘসময় (কমপক্ষে দুই বছর) ধরে অনাদায়ী অবলোপনকৃত ঋণ গ্রাহকের কাছ থেকে বকেয়া আদায় করলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাকে ৫ শতাংশ নগদ প্রণোদনা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদি কোনো ব্যাংকের এ ধরনের নগদ প্রণোদনা নীতিমালা না থাকে তবে তা ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে নগদ প্রণোদনা নীতি প্রণয়ন করতে হবে। নতুন নির্দেশনা প্রজ্ঞাপন জারির দিন থেকে কার্যকর করতে হবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, দীর্ঘদিন ধরে অনাদায়ী অবলোপনকৃত হিসাবসমূহকে স্থিতিপত্রে প্রদর্শনের ফলে ব্যাংকের স্থিতিপত্রের আকার বড় হচ্ছে। এ প্রেক্ষিতে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণপূর্বক ঐ সকল মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ অবলোপন করা হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। মূলত ব্যাংকের যে সকল ঋণ হিসাব একাধিকক্রমে দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত রয়েছে,...