বর্তমান সময়ের অস্থির অর্থনীতিতে অনেকেই চাকরির ওপর নির্ভর না করে ছোট ব্যবসার দিকে ঝুঁকছেন। কারণ, সঠিক পরিকল্পনায় শুরু করা ক্ষুদ্র ব্যবসা থেকেও মাসে লাখ টাকার আয় সম্ভব। এমনই এক দারুণ লাভজনক ব্যবসা হচ্ছে আগরবাতি বা ধূপবাতি বিক্রি। এই ব্যবসায় একটি আগরবাতির প্যাকেট আপনি থোক বাজার থেকে মাত্র ৩৫ থেকে ৪০ টাকায় কিনতে পারবেন। অথচ সেই একই প্যাকেট অনলাইন বা খুচরা বাজারে বিক্রি করা যায় ১২০ থেকে ১৫০ টাকায়। অর্থাৎ, প্রতিটি প্যাকেটে গড়ে ৮০–১০০ টাকা পর্যন্ত লাভ! দিনে মাত্র ২০টি প্যাকেট বিক্রি করলেই মাসে আয় প্রায় ৬০,০০০। এই ব্যবসা শুরু করতে বড় কোনো মেশিন বা দোকানের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু— সবকিছুই স্থানীয় বাজার বা অনলাইনে সহজলভ্য। চাইলে নিজে আগরবাতি তৈরি না করে থোক বাজার থেকে কিনে নিজেরব্র্যান্ডে প্যাকেজ করে বিক্রি করতে...