জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের একটি মৌলিক গবেষণাপত্র হুবহু নকল করে নিজেদের নামে প্রকাশ করার অভিযোগ উঠেছে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় দুই অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল লতিফ এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. গোলাম শরওয়ার।আরো পড়ুন:শেকৃবির আবাসিক হলে বহিরাগতদের দৌরাত্ম্য, অসহায় শিক্ষার্থীরাশেকৃবিতে ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শেকৃবির আবাসিক হলে বহিরাগতদের দৌরাত্ম্য, অসহায় শিক্ষার্থীরা রবিবার (১৯ অক্টোবর) একাডেমিক সম্পদ চুরির প্রতিকার চেয়ে ড. কবিরুল বাশার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. তানভীর আহমেদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নিপসম এবং প্রোগ্রেসিভ এগ্রিকালচার জার্নালের সম্পাদক বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ অনুযায়ী, ড. কবিরুল বাশারের...