গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছে অনেক। পাকিস্তানের দাবি, চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান দিয়ে তারা ভারতের রাফাল ভূপাতিত করেছে। ভারত যদিও তা স্বীকার করেনি। এখন আবার জে-১০সি যুদ্ধবিমান নিয়ে আলোচনা বাংলাদেশে। কারণ, এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদমাধ্যমে খবর এসেছে, চীন থেকে ২২০ কোটি ডলার ব্যয়ে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। জে-১০সিই হচ্ছে জে-১০সি বিমানের রপ্তানিযোগ্য সংস্করণ। এর পর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধবিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। তা রাফাল আর জে-১০সি-এর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়? দুটির মিল আগে বলে নেওয়া যাক। দুটিই ৪ দশমিক ৫ প্রজন্মের যুদ্ধবিমান। অর্থাৎ, এফ-২২, এফ-৩৫, জে-২০-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে রাফাল বা জে-১০সি-র রাডারে ধরা পড়ার সম্ভাবনা বা ঝুঁকি বেশি। তবে...