৬ অক্টোবর থেকে চালু হওয়া এই নতুন ফিচারের মাধ্যমে স্পটিফাই ব্যবহারকারীরা এখন তাদের স্পটিফাই অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন। সংযুক্ত করার পর চ্যাটজিপিটি ব্যবহারকারীর শুনে আসা গান, পছন্দের শিল্পী, ফলো করা অ্যাকাউন্ট এবং প্লেলিস্টের হিস্ট্রি অনুযায়ী নতুন গান বা পডকাস্ট সাজিয়ে দেবে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটজিপিটি এখন স্পটিফাই নিয়ন্ত্রণ করতে পারে, ব্যবহারকারীর ডিভাইসে গান চালাতে পারে, লাইব্রেরিতে গান যোগ বা বাদ দিতে পারে, ব্যক্তিগত প্লেলিস্ট তৈরি ও এডিট করতে পারে এবং নতুন শিল্পী বা বন্ধুদের ফলো করার সুযোগ দেয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করা প্লেলিস্ট সরাসরি স্পটিফাই অ্যাপে খুলে শোনা বা সেইভ করা যাবে। স্পটিফাই অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার উপায় স্পটিফাই অ্যাকাউন্ট চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াটিও সহজ। চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব ব্রাউজারে গিয়ে একটি...