দীর্ঘ ১২ বছর পর শুরু হয়েছে এশিয়ান যুব গেমস। এই গেমসের তৃতীয় আসর বসেছে বাহরাইনের মানামায়। সর্বশেষ ২০১৩ সালে চীনের নানজিংয়ে হয়েছিল যুবাদের এই ক্রীড়াযজ্ঞ। ২৬ ডিসিপ্লিনের মধ্যে গেমসে ১৩ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। ৬০ জন পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ এই ১৩ ডিসিপ্লিনে অংশ নেবেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিশ্বাস, এই গেমস থেকে বাংলাদেশের ক্রীড়াবিদরা অন্তত তিনটি পদক নিয়ে ফিরবেন। কাবাডি, কুস্তি ও গলফে পদকের আশা করছেন বিওএ কর্তারা। এই গেমসে বাংলাদেশ বহরের শেফ দ্য মিশন হিসেবে যাচ্ছেন সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর। তিনি জানান, সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০০৯ সালে এশিয়ান যুব গেমসের প্রথম আসরে বাংলাদেশ থেকে ৪টি ডিসিপ্লিনে ১২ জন এবং নানজিং গেমসে ৮টি ডিসিপ্লিনে ১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ নেন। বাংলাদেশের অংশ নেওয়া এবারের ডিসিপ্লিনগুলো হলো-...