দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে বগুড়াবাসী। ২০০৬ সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। তবে এবার জাতীয় দল নয়, মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব–১৯ দল। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন জানান, আগামী ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে ম্যাচ। দর্শকদের জন্য সুখবর— এই ম্যাচগুলো দেখতে কোনো টিকিট লাগবে না, অর্থাৎ গ্যালারিতে বসে ফ্রি খেলা উপভোগ করতে পারবেন তারা। ২০০৬ সালের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই মাঠে। মাঝে মাঝে এনসিএল, যুব বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প কিংবা বাংলা টাইগার্সের অনুশীলন হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি বগুড়া। ফলে ক্রিকেটপ্রেমীদের মনে জমেছিল ক্ষোভ ও আক্ষেপ। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল...