অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের শুরুতেই ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। এরপর দফায় দফায় বৃষ্টির বাধার দলটি আরও হয়ে পড়ে কোনঠাসা। তবে শেষ দিকে কিছুটা রানের দেখা যায় দলটি। যে পুঁজি সেটা নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি তারা। অধিনায়ক মিচেল মার্শের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর সহজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে অজিরা।পার্থের অপ্টাস স্টেডিয়ামে রবিবার বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে ভারত। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে স্বাগতিকরা পায় ১৩১ রানের লক্ষ্য, যা তারা ছুঁয়ে ফেলে ২৯ বল বাকি থাকতেই।টস হেরে ব্যাট করতে নেমে চার দফায় বৃষ্টির কবলে পড়ে ভারত। প্রতিবারই কমে ম্যাচের দৈর্ঘ্য। ৪৯, ৩৫, ৩২ এবং সবশেষে থিতু হয় ২৬ ওভারে। বৃষ্টির ফাঁকে ফাঁকে যখনই খেলা হয়েছে, ভুগেছে ভারতের ব্যাটিং। নবম ওভারে...