জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং জুলাই আন্দোলনের গণহত্যার বিচার না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে তাদের সবার আগে জুলাইযোদ্ধা এবং শহিদ পরিবারের মুখোমুখি হতে হবে। এতে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন পড়বে না। রাজনৈতিক দলগুলোর দায়সারা স্বাক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার সন্ধ্যা ৭টায় নগরীর হোটেল তিলোত্তমায় এনসিপির রংপুর জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, ‘ছাত্র-জনতা যেভাবে রাজনৈতিক দল ছাড়াই শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, ঠিক সেভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকারকেও মোকাবিলা করবে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবার।’ দেশের সকল রাজনৈতিক দল জুলাই সনদের আইনগত ভিত্তি চায় উল্লেখ করে তিনি বলেন, এনসিপিও এর আইনগত...