প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে ঘিরে প্রায় ১৮ বছর আগের এক স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী মাসুদা রহমান নাবিলা। তার প্রথম লাইভ টেলিভিশন উপস্থাপনা শুরু হয় আইয়ুব বাচ্চুর মাধ্যমে। শনিবার ছিল আইয়ুব বাচ্চুর মৃত্যুদিন। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর মায়া কাটান এই শিল্পী। আইয়ুব বাচ্চুর সপ্তম প্রয়াণ দিবসে সেই স্মৃতি মনে করে ফেইসবুকে একটি ছবি পোস্ট করেছেন নাবিলা। ক্যাপশনে লিখেছেন, “এই ছবিটি ২০০৭ সালে তোলা, যখন বাচ্চু ভাই নিজেই আমাকে খুঁজে বের করেছিলেন তার সোলো অ্যালবাম ‘রিমঝিম বৃষ্টির’ লঞ্চ অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য। এক সাংবাদিক আমাকে খুঁজে বের করেছিলেন, আর সেই সূত্রেই এক লিজেন্ডের সঙ্গে আমার পরিচয়।” এ ছবির পিছনের গল্প তুলে ধরে গ্লিটজকে নাবিলা বলেন, "আমার নিজের উপস্থাপনার জার্নি শুরু ২০০৬ সাল থেকে। এক বছর পর আমার এক অনুষ্ঠান দেখে তিনি...