অস্ট্রেলিয়ায় তিন ওয়ানডের সিরিজে প্রথমটিতে বৃষ্টিবিঘ্নিত দিনে ভারতকে অতি সহজে হারিয়েছে অজিবাহিনী। প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেছে অজিরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে টপঅর্ডারের ভরাডুবিকে দায়ী করেছেন সফরকারী অধিনায়ক শুভমন গিল। পার্থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে শুভমন গিলের দল। বৃষ্টিতে ওভার কমে যায়, ম্যাচ নেমে আসে ২৬ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারী দল। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ২৯ বল হাতে রেখে বৃষ্টি আইনে সহজে জয় তোলে অস্ট্রেলিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রত্যাবর্তনের ম্যাচে আলো ছড়াতে পারননি। রোহিত করেন ১৪ বলে ৮ রান, কোহলি ৮ বল খেলে কোন রান করতে পারননি। গিল নিজেও ১৮ বল খেলে করেন ১০ রান। টপঅর্ডারের ব্যর্থতা টেনে...