জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক নতুন রূপ নিতে যাচ্ছে। মেটা জানিয়েছে, তারা রিলস ফিচারকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করছে, যাতে ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য আরও বেশি সময় ব্যয় করেন। নতুন আপডেটের সবচেয়ে চোখে পড়ার ফিচার হলো ‘ফ্রেন্ড বাবল’। এই ফিচারের মাধ্যমে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচের কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাটও শুরু করতে পারবেন। মেটা জানাচ্ছে, বন্ধুদের লাইক দেখা সবসময় ফেসবুকের অভিজ্ঞতার মূল অংশ ছিল। এবার আমরা নতুন ফিচারের মাধ্যমে সেই সংযোগকে আরও দৃঢ় করছি। রিলস ব্যবস্থাকে আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশন ইঞ্জিনও উন্নত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন অ্যালগরিদম ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে প্রাসঙ্গিক রিলস দেখাতে সক্ষম। মেটা বলছে, এখন ফেসবুকে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০...