বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। একটি দৈনিকের কর্মরত একজন সাংবাদিককে মারধরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে চেয়ারপারসন কার্যালয়ের একাধিক স্টাফের বিরুদ্ধে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগেই এই ধরনের ঘটনা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীয় ও কর্মরত সাংবাদিকের সঙ্গে আলাপকালে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে দৈনিক আমার দেশের প্রতিবেদক জাহিদুল ইসলাম ভিডিও করছিলেন। এ সময় তাকে মারধর ও মোবাইল ফোন কেড়ে নেন কার্যালয়ের কয়েকজন স্টাফ। ঘটনা প্রসঙ্গে জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি ভিডিও করছিলাম। হঠাৎ তিন-চারজন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ফোন ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলব, কিন্তু...