বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পায়নি দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। এবার হেরে গেছে আবাহনী, পয়েন্ট হারিয়েছে শিরোপাধারী মোহামেডান। প্রথম রাউন্ড শেষে ছিল লম্বা বিরতি। ২২ দিন পর রোববার মাঠে গড়ায় দ্বিতীয় রাউন্ড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ৫৮ মিনিটের মধ্যে দুই গোল হজম করা আবাহনী দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কমাতে পারে ব্যবধান। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে মোহামেডান। প্রথম রাউন্ডে ফর্টিস এফসির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল...