অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মাকে নেতৃত্বে থেকে সরিয়ে শুবমানকে দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্টের পর ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে শুরুটা প্রত্যাশিত হলো না এই তারকা ব্যাটাররের। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এদিন ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। দলের ১৩ রানে বিদায় নেন রোহিত শর্মা। ১৪ বলে ৮ রানের বেশি করতে পারেননি এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। দলের ২১ রানে বিদায় নেন এই ব্যাটার। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কোহলি। এর কিছুক্ষণ...