ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোকে যতভাবে দেখা গেছে, গোলের পর বুকে হাত রেখে উদযাপন, জয়ের পর ‘সিইউউ’ চিৎকার, কিংবা হতাশায় চোখ নামিয়ে হাঁটা— তবুও এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। একদিন জুভেন্টাসের অনুশীলন মাঠে দেখা গিয়েছিল এক অদ্ভুত দৃশ্য : রোনালদো হঠাৎ ঘাস তুলে মুখে নিচ্ছেন, শুঁকছেন, তারপর চিবিয়ে খেয়ে ফেলছেন! অবিশ্বাস্য শোনালেও তাই হয়েছে।সম্প্রতি সাবেক জুভেন্টাস ডিফেন্ডার জিয়ানলুকা ফ্রাবোত্তা এই অজানা গল্পটি জানিয়েছেন কোরিয়েরে দেলা সেরা-কে। তার ভাষায়, ‘একদিন অনুশীলনের সময় মরিজিও সারি কর্নারের সময় কিছু নির্দিষ্ট মুভমেন্ট বোঝাচ্ছিলেন। রোনালদো কিছুটা বিরক্ত ছিলেন। হঠাৎই তিনি নিচু হয়ে কিছু ঘাস তুলে নিলেন, শুঁকলেন, তারপর চিবিয়ে ফেললেন।’ফ্রাবোত্তার দাবি, তখন রোনালদো সারিকে বলেছিলেন, ‘আমি মাঠটা অনুভব করতে ভালোবাসি— এভাবেই বুঝি বল কোথায় যাবে।’২০১৯-২০ মৌসুমে জুভেন্টাসের কোচ ছিলেন মরিজিও সারি। তার অধীনে দল সিরি আ...