দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনজীবনে দুর্ভোগ ও অশান্তি বিরাজ করছে। এই সংকট সমাধানের একমাত্র পথ সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন অনুসরণ।’রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সৈয়দ হুমায়ুন কবীর বলেন, ‘আল কোরআনকে সংবিধান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সব ধর্মের মানুষের জন্য সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সকল ধর্মের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। সেজন্য দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হতে হবে।’এ সময় সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তিন দফা...