দেশের ৬৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে এবারের সম্মেলনে, যা তরুণ প্রজন্মের গবেষণায় আগ্রহ ও অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সামিটের টাইটেল স্পন্সর হিসেবে ছিল পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি সোনালি ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক স্পন্সর হিসেবে যুক্ত ছিল। ক্যারিয়ার পার্টনার হিসেবে বিডিজবস এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল যমুনা টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ ও আজকের পত্রিকা। ফুড পার্টনার হিসেবে সহযোগিতা করেছে ইস্পাহানি ও ডেকো। সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয় কীর্তনখোলা হল, জীবনানন্দ দাশ হল, জীবনানন্দ দাশ ভিডিও কনফারেন্স হল, মুক্তমঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. আবু বিন হাসান সুসান। বিশেষ অতিথি...