রোববার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং দেশের সার্বিক নিরাপত্তাহীনতা বিষয়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফাতিমা তাসমিন জুমা দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও কার্যকারিতা স্পষ্ট না হলে এই সনদ কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। দেশে চলমান অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোতে সাম্প্রতিক ঘটনাগুলোয় একটি কমন প্যাটার্ন দেখা যাচ্ছে—সব ঘটনাই অর্থনৈতিকভাবে সংবেদনশীল জায়গায় এবং সেসব স্থানে নিরাপত্তাহীনতা স্পষ্ট। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডাকসুর এ নেত্রী জুলাইয়ে আহত, পঙ্গু বা চোখ হারানো যোদ্ধাদের ওপর পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পুলিশ সংস্কারের কথা বললেও আহতদের ওপর এখনো ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, যার...