দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেতা ও ‘স্কুইড গেম’ খ্যাত লি জং-জে সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি সেলফি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সঙ্গে অভিনেতা জানান, শাহরুখ খানের সঙ্গে দেখা করে তিনি নিজেকে ‘ধন্য’ মনে করছেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। জানা গেছে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ এই দুই আন্তর্জাতিক তারকার সাক্ষাৎ হয়। সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের দুই তারকা সালমান খান ও আমির খান। লি জং-জে তাঁর ক্যারিয়ারে একাধিক হিট সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। তার মধ্যে রয়েছে ‘অ্যাসাসিনেশন’, ‘দ্য থিভস’ এবং নেটফ্লিক্সের বিশ্ববিখ্যাত সিরিজ ‘স্কুইড গেম’। এই সিরিজে তিনি মুখ্য চরিত্র সিওং গি-হুন (খেলোয়াড় নম্বর ৪৫৬)-এর ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘স্কুইড গেম’...