বলিউডে রাকেশ রোশন মানেই এক অনন্য ব্যক্তিত্ব। তারই হাত ধরে নায়ক বনে যান ছেলে হৃতিক রোশন।২০০০ সালে তার নির্মিত ‘কহো না প্যায়ার হ্যায়’ আজও হৃতিকের ক্যারিয়ারের মাইলস্টোন। কিন্তু এই সিনেমায় আমিশা প্যাটেলের বদলে নায়িকা হওয়ার কথা ছিল কারিনা কাপুরের, যা আজও আলোচিত এক অধ্যায়। সব কিছু ঠিকঠাক চলছিল। সিনেমার নায়িকা হিসেবে কারিনার নাম ঘোষণাও হয়ে গিয়েছিল, কয়েকটা দৃশ্যও শুটিং করা হয়েছিল তার সঙ্গে। ঠিক তখনই, শুটিং শুরুর মাত্র চার দিন আগে, হঠাৎ সবকিছু ওলটপালট। রাকেশ রোশন কারিনাকে বাদ দিয়ে কাস্ট করেন নতুন মুখ আমিশা প্যাটেলকে! রাকেশ রোশন নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কাহিনি। ২০২০ সালে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, আমরা শুটিং শুরু করতে যাচ্ছিলাম ফিল্মিস্তান স্টুডিওতে, একটা গানের দৃশ্য দিয়ে। ঠিক চার দিন আগে ববিতা শিবদাসানি (কারিনা মা) বললেন, সংলাপ...