বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সুখবর দিলেন। রোববার সকালে (১৯ অক্টোবর) পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এরআগে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বামী রাঘব চাড্ডা। পরে দুজনই পুত্রসন্তান আগমনের কথা জানান। সোশ্যাল মিডিয়ায় পরিণীতি ও রাঘব যৌথ পোস্টে জানান, আমাদের এর আগের জীবনটা ঠিক কেমন ছিল, তা মনে করতে পারছি না। আমাদের এখন দুই বাহু ও হৃদয় উভয়ই পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবই আছে। এদিকে এই দম্পতির সন্তান আগমনের পোস্টে শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী অভিনেত্রী অনন্য পাণ্ডে, কৃতি স্যানন, মণীশ মালহোত্রাসহ একাধিক তারকারা। এর আগে গত আগস্টেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভ্যানিলা কেক পোস্ট করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী পরিণীতি। তখন পোস্টে লেখা ছিল, ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, আসছে আমাদের ছোট্ট...