১৯ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় ১৫টি গাড়িবহরের মধ্যে দুটি গাড়ির কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে পুলিশের হস্তক্ষেপের কারণে বড় কোনো ঘটনা ঘটেনি। এ কে আজাদ তার গাড়িবহর নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে এ কে আজাদ পরমানন্দপুর বাজারে যান। প্রথমে তিনি পরমানন্দপুর বাজারসংলগ্ন জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাজার এলাকায় এসে গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর...