‘দঙ্গল’খ্যাত বলিউড তারকা অভিনেত্রী জাইরা ওয়াসিম। পাঁচ বছর আগে ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেন এই অভিনেত্রী। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নেন জাইরা। দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে জানালেন—বিয়ে করেছেন তিনি। ইনস্টাগ্রাম দুটো ছবি পোস্ট করেছেন জাইরা ওয়াসিম। একটিতে দেখা যায়, কাবিননামায় স্বাক্ষর করছেন জাইরা। হাতে শোভাময় মেহেদি ডিজাইন ও দৃষ্টিনন্দন পান্নার একটি আংটি। অন্য ছবিতে দেখা যায়, স্বামীকে নিয়ে চাঁদ দেখছেন জাইরা। উল্টো দিকে ঘুরে ছবি তোলায় জাইরা কিংবা তার বরের মুখটি দেখা যাচ্ছে না। জাইরার গায়ে গাঢ় লাল দোপাট্টা জড়ানো, যাতে সোনালি সূচিকর্ম; পাশে বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি। এসব ছবির ক্যাপশনে জাইরা ওয়াসিম লেখেন—“কবুল।”আরো পড়ুন:মা হলেন পরিণীতি চোপড়াউত্তপ্ত আসাম: গায়ক জুবিনের মৃত্যু নিয়ে যা বলল সিঙ্গাপুর পুলিশ উত্তপ্ত আসাম: গায়ক জুবিনের মৃত্যু নিয়ে যা...