ফিফার আন্তর্জাতিক বিরতির পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। ফেরার প্রথম ম্যাচে হেরেছে আবাহনী লিমিটেড ঢাকা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসির সাথে। ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ব্রাদার্স ইউনিয়নের কাছে আকাশী-নীলরা হেরেছে ২-১ গোলে। তিন এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন মার্কোস রুডওয়েরে। যোগ করা সময়ে ৯১ মিনিটে আবাহনীর একমাত্র গোলটি আসে সোলেমান দিয়াবাতের থেকে। এদিন জয় পাওয়া অপর দলটি রহমতগঞ্জ। ফকিরাপুলকে ২-০ গোলের একটি ৫২ মিনিটে করেছেন আদু, অপরটি ৯৭ মিনিটে করেন রাজন। মোহামেডানের মোহামেদ রহিম উদ্দিনের ১৯ মিনিটের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ পুলিশ। এমএস বাবলুর গোলে ৪৯ মিনিটে সমতায় আসে পুলিশ। সমতা নিয়েই মাঠ ছাড়ে দুদল। দুই ম্যাচে এক...