
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা আগুনে বিদেশ থেকে আমদানি করা সব ধরনের মালামালই পুড়ে ছাই হয়েছে। কার্গোর আগুন শুরুতে নিয়ন্ত্রণ করা গেলেও কেমিক্যাল আতঙ্কে তা সম্ভব হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র বলছে, আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের প্রথম দেড় ঘণ্টা পর্যন্ত আগুন একাংশে ছিল। তথ্য স্বল্পতা ও কেমিক্যাল থাকার আতঙ্কেই শুরুতে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে ধীরে ধীরে আগুন পুরো কার্গো এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াল থাবায় সেখানকার কোনও কিছুই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কার্গোতে বিদেশ থেকে আমদানি করা নানা পণ্য ও এক যুগের আমদানির...