সৌদি আরবের রিয়াদে দেশে তৃণমূলে ফুটবল নিয়ে ব্যাপক উদ্যোগের স্বীকৃতি স্বরূপ এএফসি থেকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এখনও বাফুফের ফিফা-এএফসি স্বীকৃত কোনও একাডেমি নেই। যেখান থেকে মানসম্মত খেলোয়াড় বেরিয়ে আসবে। তবে এ নিয়ে আশার কথা শুনিয়েছেন, বাফুফে সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও সভাপতি তাবিথ আউয়াল। ২০২৭ সাল থেকে ‘ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড’ অনুযায়ী একাডেমি চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। সভাপতি তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে গত এক বছর তৃণমূল ও যুব উন্নয়ন নিয়ে সরাসরি কাজ করছেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। যশোরে নিজস্ব শামসুল হুদা একাডেমিতে হয়েছিল কয়েকশ খুদে ফুটবলারদের উৎসবও। এএফসির অ্যাওয়ার্ড প্রাপ্তি নিয়ে বাফুফের এই সহ সভাপতি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা তৃণমূলে ঝিমিয়ে পড়া ফুটবলকে জাগানোর চেষ্টা করছি। অনূর্ধ্ব ১৫ ফুটবল লিগ হয়েছে । আগামী বছর দেশব্যাপী স্কুল...