বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি প্রথমবারের মতো আয়োজন করছে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ। সোমবার জাতীয় সাঁতার কমপ্লেক্সে শুরু হবে চারদিনব্যাপী ৩৪তম জাতীয় সাঁতার। ফেডারেশন যার বাজেট করেছে ৪২ লাখ টাকার মতো। অথচ অর্থ পুরস্কার হিসেবে পদকজয়ী সাঁতারুদের যা দেওয়ার সিদ্ধান্ত সেটাকে তামাশা ছাড়া আর কী বলা যেতে পারে। ব্রোঞ্জ পদকজয়ীকে দেওয়া হবে ৫০০ টাকা! স্বর্ণপদকজয়ী পাবেন দুই হাজার টাকা। আর রৌপ্যপদকজয়ী পাবেন এক হাজার টাকা। ফেডারেশন কর্তাদের দাবী, নিকট অতীতে যেখানে কোন অর্থ পুরস্কার দেওয়া হতো না, সেখানে একটা শুরু তারা করতে যাচ্ছেন। এবার অবশ্য সাঁতারে নতুন বেশ কিছু ইভেন্ট যুক্ত করেছে ফেডারেশন। এছাড়া ডাইভিং ইভেন্টের সংখ্যাও বেড়েছে। সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্টে খেলা হবে। অর্থাৎ প্রথম থেকে তৃতীয় হওয়া সাঁতারুদের অর্থ পুরস্কার হিসেবে বরাদ্দ রাখা...