১৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডে স্পিন বিভাগে শক্তি বাড়াল বাংলাদেশ। দলে যোগ করা হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে এক বিবৃতিতে রোববার নাসুমের দলে যুক্ত করার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের হয়ে ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছেন নাসুম। ২০২২ সালে অভিষেকের পর ১৮ ম্যাচ খেলে ৪.৪৮ ইকোনমিতে ১৬ উইকেট শিকার করেছেন তিনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। দলের জয়ে বড় অবদান রাখেন স্পিনার রিশাদ হোসেন। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। মিরপুরের স্পিন স্বর্গ উইকেটে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের খেলতে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।...