ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে গণঅধিকার পরিষদ। আছে বিএনপি বা বড় কোনো দলের জোট যাবার পরিকল্পনাও। তবে, এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হলে পাল্টে যেতে পারে হিসাব-নিকাশ। সুষ্ঠু নির্বাচনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন চান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ২০১৮ সালের শুরুতে কোটা সংস্কার আন্দোলন; পরে ডাকসুর ভিপি নির্বাচনের মধ্য দিয়ে আলোচনায় আসেন নুরুল হক নুর, রাশেদ খান, হাসান আল মামুনসহ বেশ কয়েকজন ছাত্রনেতা। পরে, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারীরা ২০২১ সালে গঠন করেন গণ অধিকার পরিষদ। নানা সময়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে সমালোচনা, নুরের উপর ধারাবাহিক হামলা, রাজপথে আন্দোলনসহ নানা কর্মসূচি দিয়ে আলোচনায় দলটি। স্বৈরশাসনের পতনের পর রাষ্ট্রগঠনে ভূমিকা রাখতে চায় গণঅধিকার পরিষদ৷ তাই আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় দলটি। আছে জোট গঠনের...