বাগেরহাট:বাগেরহাটে সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় ওই ঘটনা ঘটে। বেল্লাল শেখ সরকারি পিসি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণে হলেও পড়াশুনার সবাদে জেলা সদরের দশানী এলাকাতে থাকেন। শনিবার (১৮ অক্টোবর) বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। সেখানে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদের সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকেই বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ্য মাধ্যম ও দলীয় পর্যায়ে নানা অভিযোগ ও আলোচনা শুরু হয়েছে। নবগঠিত ওই কমিটি কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ বেলাল শেখসহ...