বিশ্ব ফুটবলে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের কমতি নেই তবে একটি রেকর্ড তার নামের পাশে এখনও যুক্ত হয়নি— ১,০০০ গোলের মাইলফলক। বয়স পেরিয়ে গেল ৪০-এর কাছাকাছি, তবুও গোলের ক্ষুধায় এখনো একই রোনালদো। আর এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জানিয়ে দিল সেই দিনটির ভবিষ্যদ্বাণী— কবে ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার স্বর্ণাক্ষরে লিখবেন ফুটবলের এই পর্তুগিজ মহাতারকা।বিশ্বজুড়ে ফুটবল বিশ্লেষকদের মতোই কৌতূহলী হয়ে জেমিনি এআই–এর কাছে প্রশ্ন রাখা হয়েছিল— আর কতদিনে রোনালদো পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত ১,০০০ গোলের মাইলফলকে? জবাব এসেছে স্পষ্টভাবে: ২০২৬ সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই ঘটতে পারে সেই ঐতিহাসিক মুহূর্ত।এই মুহূর্তে রোনালদোকে আর ৫১টি গোল করতে হবে সেই লক্ষ্যে পৌঁছাতে। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন নিয়মিত, আর আন্তর্জাতিক অঙ্গনে এখনো অপরিহার্য পর্তুগিজ অধিনায়ক। সামনে বিশ্বকাপের বাছাইপর্ব, আর ২০২৬ সালের...