ভারতীয় অভিনেতা রাজেশ শর্মা। এক সময়ে ভারতীয় বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করেছেন।বর্তমানে বলিউডে একচেটিয়া অভিনয় করেছেন তিনি। প্রতিটি চরিত্রে তার উপস্থিতি নজরকাড়ে সবার। ছোট কিংবা বড়, তার চরিত্রের বিশেষত্ব পর্দায় এক ভিন্ন আমেজ তৈরি করে। এই অভিনেতা কাজের শুরুটা কি এতটাই সহজ ছিল অভিনেতার? না, আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই তিনি শুরু করেছিলেন পথচলা। চেষ্টা করছিলেন চাকুরির। তবে অভিনয়ের নেশা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। একটা সময় তিনি স্থির করেছিলেন অভিনয় তাকে করতেই হবে। এই কারণে ঘড়ি ধরে করা চাকুরিতে সমস্যা তৈরি হয় এবং তিনি তা ছেড়ে দেন। এরপর মন স্থির করেছিলেন ট্যাক্সি চালাবেন। এক্ষেত্রে শো করতে যেতে তার কোনও সমস্যা হয় না। জি বাংলার টক শো ‘অপুর সংসার’-এ এসে শাশ্বত চট্টোপাধ্যায়কে জানিয়েছেন নিজের জীবনের এই কঠিন লড়াইয়ের কথা। যখন প্রথম তিনি...