জামায়াতের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে ‘সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এক ফেইসবুক পোস্টে তিনি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির তীব্র সমালোচনা করেন। তিনি বলেছেন, “জামায়াতে ইসলামীর তথাকথিত পিআর আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। পিআর আন্দোলনের উদ্দেশ্য ছিল কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লক্ষ্যচ্যুত করা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের প্রক্রিয়া থেকে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া।“ সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে যুগপৎ কর্মসূচিতে থাকা অন্য দলগুলোর বিষয়ে কিছু বলেননি নাহিদ। সংস্কার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করা দলগুলোর মধ্যে একটি এনসিপি। পাশাপাশি নিবন্ধন ও প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও মুখোমুখি অবস্থানে রয়েছে দলটি। জুলাই সনদ...