ভালো গাইয়ের হিসেবে সাজ্জাদ হোসেন শাওনের পরিচিতি গড়ে উঠেছে শাওন গানওয়ালা নামে। তবে সেই পরিচিতি ছাপিয়ে এবার তিনি অর্জন করেছেন নতুন পরিচয়। এখন তিনি ডক্টর শাওন। সম্প্রতি তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি। সংগীতের নন্দনতত্ত্ব ও বাস্তবিক সংগীত পরিবেশনা, সংগীত শিক্ষায় পশ্চিমা ব্যাকরণের সমন্বয়, সংগীত পরিচালনা এবং বাংলাদেশের সংগীতে অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। ১৭ অক্টোবর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বিএমআইসিএইচ হলে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে শাওন গানওয়ালার হাতে ডক্টরেট ডিগ্রির সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং আন্তর্জাতিক শিক্ষাবিদবৃন্দ। অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি, নীতিনির্ধারক, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন—শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার চামিন্দা ভাস...