বিশ্ববিখ্যাত স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম ইসরায়েলি চলচ্চিত্র সংস্থা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান বয়কট আন্দোলনের পক্ষে সরব হয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই বয়কট কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। বরং বিশ্বের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানকে তাদের ভূমিকার জন্য জবাবদিহির আওতায় আনাার জন্যই প্রতিবাদ। এটি মানুষ হিসেবে আমাদের কর্তব্য। এক বিবৃতিতে বারদেম বলেন, ‘আমরা কখনোই কোনো ব্যক্তিকে তার জাতীয়তা, বর্ণ, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করি না। বৈষম্য অন্যায়, এ বিশ্বাসে আমরা অটল। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ব্যক্তি নয়, বরং সেইসব কোম্পানি ও প্রতিষ্ঠানকে দায়ী করতে চাই যারা গাজায় ফিলিস্তিনি গণহত্যা এবং পশ্চিম তীরে অবৈধ দখলদারির সঙ্গে জড়িত।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য হলো বিশ্বজুড়ে জবাবদিহি প্রতিষ্ঠা করা। এই আন্দোলনের উদ্দেশ্য মানবতার পক্ষে দাঁড়ানো, কোনো গোষ্ঠী বা ধর্মের বিরুদ্ধে নয়।’ চলতি সেপ্টেম্বরের শুরুতে...