তবে এতে বিভিন্ন স্ক্রিনশট, রসিদসহ ব্যক্তিগত ছবি থাকায় গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ প্রসঙ্গে মেটা জানিয়েছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া ক্যামেরার ছবি বা ভিডিও এআই প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। তবে ব্যবহারকারী যদি মেটার এআই টুল দিয়ে ছবি সম্পাদনা বা শেয়ার করেন, তখন তা এআই প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে।হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে মেটার মুখপাত্র মারি মেলগুইজো জানিয়েছেন, এই সুবিধা মূলত ব্যবহারকারীর জন্য ছবি ও কোলাজের প্রস্তাব তৈরি করার উদ্দেশ্যে। ব্যবহারকারী কিছু না করলেও সার্ভারে ছবির একটি কপি সংরক্ষণ করা হবে।উল্লেখ্য, ২০২৩ সালে মেটা স্বীকার করেছিল, তারা ২০০৭ সাল থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবি ও লেখা ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ব্যবহারকারীর অনুমতি ছাড়া প্রাইভেসি সেটিংস...